No Image Found!

Bangladesh Open University

Examination Division

Exam Documents Distribution System

( অনলাইনে সনদপত্র, সাময়িক সনদপত্র, দ্বি-নকল সনদপত্র, নম্বরপত্র, দ্বি-নকল নম্বরপত্র, দ্বি-নকল আইডি কার্ড, মাইগ্রেশন সার্টিফিকেট, সংশোধনী, যাচাই –এর আবেদন ও বিতরণ )

To Download Help Document Click Here

আবেদন প্রক্রিয়া [ শিক্ষার্থীর (আবেদনকারীর) প্রতি নির্দেশনা ]

  1. শিক্ষার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্বীকৃত জনতা ব্যাংক ( RRC এবং SRC সংশ্লিষ্ট অথবা বাউবি Main Campus এর জনতা ব্যাংক শাখা) –এ নির্দিষ্ট সেবার জন্য নির্ধারিত ফি জমা দিয়ে জমা রশিদটি সংরক্ষণ করতে হবে। ফি এর হার http://www.exam.bou.edu.bd সাইট থেকে জানা যাবে।
    [বি দ্র: ব্যাংক -এ ফি জমা করার পূর্বে ২, ৩, ৪ নং ধাপ অনুসরণ করে আপনি আবেদন করতে পারবেন কিনা তা যাচাই করে নিতে পারবেন ]
  2. http://www.exam.bou.ac.bd ওয়েব সাইটে প্রবেশ করে Exam Documents মেনুতে ক্লিক করতে হবে। এখানে একটি নতুন মেনু দেখতে পাবেন। যে সেবার জন্য ফি জমা দিয়েছেন সেই মেনু অপশনে ক্লিক করুন।
  3. একটি নতুন ওয়েব পেইজ চালু হবে। এখানে শিক্ষার্থী ID টাইপ করুন এবং GO বাটনে ক্লিক করুন।
  4. যদি শিক্ষার্থী ID ঠিক থাকে তাহলে শিক্ষার্থীর মৌলিক তথ্যসমূহ প্রদর্শিত হবে নতুবা "ম্যানুয়াল আবেদন" অপশন থেকে আবেদন সম্পন্ন করুন।
  5. ব্যাংক -এ ফি জমা দেয়ার তথ্য পূরণ করতে হবে, সেবার ধরণ জরুরী/ সাধারণ নির্বাচন করুন (প্রযোজ্য ক্ষেত্রে ), ১১ ডিজিটের মোবাইল নম্বর টাইপ করুন। এছাড়া-
    1. মাইগ্রেশন সার্টিফিকেট –এর ক্ষেত্রে: উপরোল্লিখিত তথ্যের সাথে বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার কারণ উল্লেখ করুন।
    2. সংশোধনী –এর ক্ষেত্রে: উপরোল্লিখিত তথ্যের সাথে শিক্ষার্থীর নাম/ পিতার নাম, মাতার নাম/ জন্ম তারিখ অথবা প্রযোজ্য তথ্য সঠিকভাবে টাইপ করুন। তবে, SSC প্রোগ্রাম ব্যাতিত অন্যান্য প্রোগ্রামের শিক্ষার্থীরা জন্ম তারিখ সংশোধনের সুযোগ পাবে না।
  6. সমস্ত তথ্য সঠিক ভাবে ও সতর্কতার সাথে পূরন করুন। সমস্ত তথ্য পূরন করা হলে Apply বাটনে ক্লিক করুন।
  7. এবার আপনি একটি Application ফরম দেখতে পাবেন। Application ফরমটি প্রিন্ট করুন ।
  8. প্রিন্টকৃত Application ফরম এর সাথে ব্যাংকে ফি জমা দেয়ার রশিদ ও ফরমে উল্লিখিত কাগজসমূহ [ ছবিযুক্ত মূল ID কার্ড এর ফটোকপি (সত্যায়িত) এবং প্রযোজ্য ক্ষেত্রে নম্বরপত্র, সাময়িক সনদপত্র, SSC/ JSC পরীক্ষার প্রমাণপত্রসমূহ, পত্রিকার বিজ্ঞাপণ, থানায় জিডি এর ফটোকপি ] সংযুক্ত করে শিক্ষার্থী যে RRC অথবা SRC তে নিবন্ধিত আছেন সেখানে পূর্ণাঙ্গ আবেদনটি জমা করুন অথবা Main Campus –এ জমা করুন।
  9. আবেদনটি গ্রহণ করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুনরায় আবেদনটি যাচাই করে দেখবেন এবং শিক্ষার্থীকে আবেদন গ্রহণ নিশ্চতকরণ সাপেক্ষে একটি রশিদ প্রদান করবেন।
  10. রশিদটি ভবিষ্যতে আপনার পরীক্ষা সংক্রান্ত প্রমাণপত্রসমূহ গ্রহণের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদর্শন করুন। এছাড়া ছবিসহ মূল ID কার্ড এবং প্রযোজ্য ক্ষেত্রে নম্বরপত্র, সাময়িক সনদপত্র, SSC/ JSC পরীক্ষার প্রমাণপত্রসমূহ প্রদর্শন করতে হবে।
    বি. দ্র.: অনলাইন –এ আবেদনের পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীকে RRC/ SRC/ Main Campus -এ উপস্থিত হয়ে আবেদন প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে। নতুবা আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
©BOU, Exam Division-2024